বেনাপোল প্রতিনিধি শার্শা যশোর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি’র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শার্শা উপজেলার শার্শা বাজারে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু সভাপতি হাসান জহির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানে শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন এর নেতৃত্বে এক বিশাল জনসমাগম দেখা যায় অনুষ্ঠানে দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে শার্শা উপজেলার ১১ টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।