সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
নাটোরের লালপুর থেকে ইমো হ্যাকিং ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ১২ জনকে আটক করেছে সেনাবাহিনী। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদক আইনে ও আটজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার ( ৯ জুলাই) ভোর রাতে উপজেলার বিলমারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।
দীর্ঘদিন থেকেই তারা ইমো হ্যাক করে দেশি-বিদেশি ও প্রবাসীদের অর্থ আত্মসাৎ করে আসছিল। এর পাশাপাশি কেউ কেউ চালাত মাদক ব্যবসা।
আসামিরা হলো- লালপুর উপজেলার রিয়াজ আহমেদ (২০) ও তার ভাই রাব্বি (২২), বিলমারিয়ার সঞ্জিৎ মন্ডল (১৯), একই এলাকার প্রান্ত মন্ডল (২২), মুরাদ (৩৭), রাজশাহীর বাঘা থানার চক সাজারী এলাকার রাসেল (২৯), লালপুরের মোহরকয়া এলাকার আবির হেসেন (১৮), বিলমারিয়ার সাগর (১৮), মোহরকয়া এলাকার মোমিন (১৯), একই এলাকার কাওছার (২৪) ও রিয়াজ (২২) এবং বড় বাধকয়া এলাকার কাইছার (২২)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ২৮টি মোবাইল ফোন, ৩০টি সিমকার্ড ও মাদকদ্রব্য জব্দ করা হয়। বুধবার দুপুরে চালান দিলে তাদের কারাগারে পাঠান আদালত।