
বিশ্বনাথ প্রতিনিধি
‘লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রতিবন্ধী ও অসহায় অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বাদ আসর মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ডের ৯ জন অসচ্ছল ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের মাঝে ওই খাদ্যসামগ্রী জনপ্রতি (সোয়াবিন-৫ লিটার, চাল ২ কেজি, পেয়াজ ৩ কেজি, আলো ৫ কেজি, লবন ১ কেজি, মুড়ি ১ কেজি, ডাল ১ কেজি) উপহার প্রদান করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের স্বেচ্ছাসেবক ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, ২নং ওয়ার্ডের সদস্য মো. আফজল হোসাইন, এসোসিয়েশনের স্বেচ্ছাসেবক মো. তারেকুল ইসলাম।
এসোসিয়েশনের স্বেচ্ছাসেবক এখলাছ আহমদ এর পরিচালনায় সভায় এসময় উপস্থিত ছিলেন গ্রামের
মুরব্বি তছির উদ্দিন, রুশন আলী, আব্দুল করিম, সৈদুর রহমান, আব্দুস শুকুর, ফয়াজ উদ্দিন, নুরুল আমিন, সংগঠক আব্বাস মিয়া, রফিকুল ইসলাম, উকিল আলী, নজমুল ইসলাম, রুবেল মিয়া, মাহবুব হাসান প্রমুখ।