আমির উদ্দিন বাবু পোরশা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় রোপনকৃত আমন ধান পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছে জমির মালিকরা। জমির মালিকদের পক্ষে শিশা খরপা গ্রামের মৃত চান্দু মোল্লার ছেলে মছের আলী জানান, শিশা খরপা মৌজার প্রায় ১৭ বিঘা জমি তারা দির্ঘ্যদিন চাষাবাদ করে আসছেন। তারই ধারাবাহিকতায় চলতি মৌসুমে তারা জমিতে আমন ধান রোপন করেছেন। কিন্তু শিশা গ্রামের আব্দুল মান্নান ও তার ভাই শাহাজাহান, হান্নান, রেজাউল করিম, রফিকুল ইসলাম গং ওই জমি নিজেদের দাবী করছেন। তারা ধান কীটনাশক দিয়ে ধান পুড়িয়ে দিবেন বলে বিভিন্ন ভাবে হুমকী মারছেন। এই জমি নিয়ে অনেক বৈঠক হয়েছে কিন্তু তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি বলে জানান মছের। তারপরেও তারা জমি অবৈধ দখলের জন্য হুমকী দিচ্ছেন। এবিষয়ে মছের আলী গং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে মান্নানের কাছে মোবাইল ফোনে জানার জন্য ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।