
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৮টা ২০ মিনিটে উপজেলার কলিগাঁও গ্রাম ও চৌরল বাজারের মধ্যবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
মো. ফজর আলী এবং মো. সাজারুল নেংড়া।
তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানস্থল থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়, যার মধ্যে রয়েছে—
১০০ সিসি হিরো হোন্ডা
সিডি ডিলাক্স মডেল মোটরসাইকেল
অভিযানকারীদের সহায়তায় জব্দকৃত মোটরসাইকেল ও মাদকদ্রব্য রাণীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে থানা হেফাজতে নেয়।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।