
ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।
সভায় স্বাগত বক্তব্য দেন জেলা ম্যানেজার মোছা. রুবি আক্তার, আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মোছা. রাশেদা আক্তার।
আলোচনায় ফেব্রুয়ারি ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত গ্রাম আদালতের মামলার অগ্রগতি ও পরিসংখ্যান উপস্থাপন করা হয়। তথ্য অনুযায়ী, রাণীশংকৈল উপজেলার আটটি ইউনিয়নে মোট ৫৪৭টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৫৩২টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং অপেক্ষমান রয়েছে ১৫টি মামলা।
সভায় গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জ, শিক্ষণীয় দিক, ও উন্নয়নমূলক করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তুলনামূলকভাবে পিছিয়ে থাকা ইউনিয়নগুলোর অগ্রগতি ত্বরান্বিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রাম আদালতের ফরম, ফরমেট ও রেজিস্টার বিতরণ করা হয়।
সবশেষে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং গ্রাম আদালত কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান। তিনি সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।