রাজশাহীর বাঘায় বিজয় সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি । সরকার পতনের পর বিজয় সমাবেশ ও র্যালি করেছে দলটি। মঙ্গলবার ৭ আগস্ট বিকেল ৪টায় বাঘা ঈদ গাঁ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তী বিজয় র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় র্যালির সমাপ্ত ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির রাজশাহী জেলার সম্মানিত আহবায়ক মোঃ আবু সাঈদ চাঁদ সাবেক বাঘা উপজেলা আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ ফকরুল হাচান (বাবলু) সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম সাবেক সভাপতি মানিক খান এ্যাভোকেট রঞ্জু চেয়ারম্যান মলিন চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন সাবেক ভাইস চেয়ারম্যান সদস্য বাঘা উপজেলা বি এ পি আল আমিন সদস্য রাজশাহী জেলা যুব দল । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিভিন্ন স্ততের নেএীবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, কোথাও যেন হামলা,ভাংচুর .লুটপাটের মতো কাজে কেউ যেন অংশ না নেন। বক্তারা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি একটি সুসংগঠিত দল। আমরা আমাদের কাজের মাধ্যমে তা প্রমান করতে চাই। শান্তির বার্তা নিয়ে যে যাত্রা শুরু হয়েছে তা ধরে রাখার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী