আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারার হাটগাঙ্গোপাড়া বাজারে সুইপার পট্টি থেকে চোলাইমদ ও উপকরণ সহ এক জনকে গ্রেফতার করেছে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল -২৫) রাএী দশ ঘটিকার সময় হাটগাঙ্গোপাড়া বাজারের সুইপার পট্টি থেকে চোলাই মদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামীরা হলো: সবিতা (২৮)সে রাজশাহীর বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া গ্রামের সুরেশের মেয়ে। বাগমারার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব – ইন্সপেক্টর উৎপল কুমার এ, এস আই রতন সঙ্গীফোর্স সহ ৭ এপ্রিল দিনগত রাত ১০ টায় রাজশাহীর বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া বাজারে সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ১৬ লিটার চোলাই মদ-সহ ১জনকে গ্রেফতার করা হয়। এসময় মদ তৈরীর সারঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সবিতা দীর্ঘদিন যাবৎ বসত বাড়ীতে মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে বাগমারা থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীর নিকট বিক্রয় করে আসছে।
এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তথ্য কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু সিদ্দিক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাগমারা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।