আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলা গোবিন্দপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামের মৃত এছার উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম রহিদুল ইসলাম আঃ রশিদ মাসুদ রানা মাহাবুব আলমের বাবার পৈত্রিক সম্পত্তি বিভিন্ন রকম জমি দখল করে ধান রোপনের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ জুলাই -২৫ ইং) দুপুরে সরজমিনে ঘটনার স্হলে গিয়ে দেখা যায়, জমি দখল করে ধান রোপন করছেন। বাগমারা উপজেলা গোবিন্দপাড়া ইউনিয়নের দেওপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর
পুত্র আনোয়ার হোসেন (৫৬) জান বক্স (৪৮) কামাল হোসেন কান্দু (৪২) আঃ মতিন (৩৯) লালবর রহমানের বিরুদ্ধে মাহাবুব রহমান দীগরের জমি দখল করে ধান রোপনের অভিযোগে।
ভুক্তভোগী মোঃ মাহাবুব আলম দিং বলেন, গত ২২/০৬/২০২৫ ইং জুন জেলা রাজশাহী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং - ৪৯৮/২৫ ইং।
২৫ /০৬/২৫ ইং অদ্য তারিখে দরখাস্তকারী আদালতে হাজির হয়ে প্রতি পক্ষ মোঃ আনোয়ার হোসেন সহ ০৫ জনের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা মতে অভিযোগ দায়ের করেন।
আদালত মামলাটির তদন্তের জন্য গত ২৬/০৬/২৫ ইং বিরোধী ওই সম্পত্তি নিয়ে যাতে আইন-শৃঙ্খলার কোন অবনতি না হয় বিষয়টি দেখার জন্য বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলামকে নির্দেশ দেন। তবে আদালতের সেই নির্দেশ অমান্য করে প্রতিপক্ষরা জমি দখল করে ধান রোপন করছে।
এ বিষয়ে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলামকে একাধিক বার ফোন দিলে তিনি ফোন রিচিভ করেনি। সে জন্য তার কোন বক্তব্য পাওয়া যায়নি।