রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় রনি শেখ(২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি….. রাজিউন)!
আজ শুক্রবার ( ১২ এপ্রিল) সন্ধ্যা সাতটায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার কলিগ্রাম এলাকার ইউনুস মোল্লার ছেলে। এ ঘটনায় রাজু ও আব্দুস সাত্তার নামে আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়,
এদিন সাতটার দিকে মোটর সাইকেল চালিয়ে নারায়ণপুরের দিকে আসছিলেন রনি শেখ। এ সময় বিপরীত দিক থেকে আসা সাদেক আলীর অটো ভ্যান গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রনি শেখ ঘটনাস্থলে নিহত হন। এ সময় গুরুতর আহত হয় অটোভ্যান গাড়ির যাত্রী রাজু আহমেদ (২০) , আব্দুস সাত্তার (২১) এবং চক নারায়ণপুর এলাকার মিলন হোসেনের ছেলে দুরন্ত (১৭) ও মোটরসাইকেলের আরোহী রাকিব আহমেদ রকি ( ২২) । এদের মধ্যে রাজু ও আব্দুস ছাত্তারের অবস্থা আশঙ্কাজনক । এ দুজনসহ দুরন্ত কে রামেক হাসপাতালে রেফার করা হয়েছে। রকিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহতের ঘটনা শুনেছি। এ ঘটনায় কেউ পুলিশের সহায়তা চাইলে, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।