রাজশাহী মহানগরীর বড় বনগ্রাম টেক্সটাইল মিল এলাকায় মাছ বিক্রির পাওনা ৭০ টাকা চাওয়ায় মাছ বিক্রেতাকে রডের শাবল ও ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে এক সন্ত্রাসী।
গুরুতর জখম অবস্থায় মাছ বিক্রেতা মিজানুর রহমান (৩০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। মিজানুর বড়বনগ্রাম ভাড়ালিপাড়া এলাকায় নাবরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত সন্ত্রাসী হাসনাত (২৫)কে গ্রেফতার করতে পারেনি। হাসনাত (২৫) শাহমুখদম থানাধীন বড় বনগ্রাম রায়পাড়া এলাকার মৃত গানদু'র ছেলে।
এই ঘটনায় শাহ মখদুম থানায় হাসনাতকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর ছোট ভাই সোহেল রানা।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে মিজানুর মাছ বিক্রয়েরর জন্য শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম রায়পাড়া টেক্সটাইল মিলের পিছনে হাসনাতের মুদি দোকানের সামনে গিয়ে পূর্বের মাছ বিক্রির ৭০ টাকা চাইতে গেলে টাকা না দিয়ে উল্টো গালমন্দ করতে থাকে চুপ করতে বলায় মুদির দোকান থেকে লোহার শাবল নিয়ে এলোপাথাড়ি পায়ে আঘাত করে ডান পায়ের হাটু ভেঙ্গে ফেলে এবং বড় ক্ষতের সৃষ্টি হয়ে রক্তখরন হতে থাকে।
আহতের পরিবার জানায়, থানায় মামলা করায় সন্ত্রাসী হাসনাত জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও মামলার আসামিকে আটক করার জন্য দাবি জানাচ্ছেন ভুক্তভোগীরা।
অভিযোগের বিষয়ে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ মাহাবুব হোসেন বলেন, মামলা হয়েছে মারধরের ঘটনা সঠিক ওকে ধরার চেষ্টা করছি আইনগত ভাবে যে ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেবো।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী