সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বাগমারা হতে হোমিওপ্যাথি ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০% অ্যালকোহল যুক্ত বিপুল পরিমাণ অবৈধ প্রাণঘাতী মাদকদ্রব্য সহ মাদক ব্যবসায়ী আপেল‘কে আটক করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২৭ মে) রাত্রী আনুমানিক ০১ টা ৩০ মিনিটে রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল গ্রামস্থ এলাকায় র্যাব-৫ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত হলেন, বাগমারা উপজেলার মচমইল গ্রামের মৃত সিকান্দার আলী সরদারের ছেলে আপেল মাহমুদ (৪০)। এসময় ২৪০ বোতল অ্যালকোহল (স্পিরিট) উদ্ধারও করে র্যাব-৫।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল গ্রামস্থ এলাকায় নিজ বসতবাড়ীতে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য অ্যালকোহল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাবের একটি গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করে। অদ্য তারিখ গভীর রাতে উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং উক্ত বসতবাড়ী তল্লাশী করে ২৪০ বোতল অবৈধ অ্যালকোহল উদ্ধার করে। এ সকল মাদকদ্রব্য শতকরা ৯০ ভাগ অ্যালকোহল যুক্ত। এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনে অতি সম্প্রতি প্রাণনাশের ঘটনাও ঘটেছে।
ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ এর আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট ৯০% অ্যালকোহল যুক্ত মাদক বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাগামারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্যঃ র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।