সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ী থেকে দীর্ঘদিন হতে পলাতক ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুজন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে গোদাগাড়ী উপজেলার কাকন দরগাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত সুজন (৪৫) গোদাগাড়ী উপজেলার কাকন দরগাপাড়ার আব্দুল মালেকের ছেলে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, সুজনের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ীতে গত ২০০৪ সালে এক জনকে (ভিকটিম) ধারালো অস্ত্রের দ্বারা গুরুত্বর আঘাত করে খুনের চেষ্টা করার অপরাধে দোষী সাব্যস্থ হওয়ায় বিজ্ঞ আদালত তাকে বিভিন্ন ধারায় সর্বমোট ১২ বছরের কারাদন্ড প্রদান করে।
উক্ত আসামীকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানাই র্যাব-৫।
উল্লেখ্যঃ র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।