সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় র্যাব-৫ এর অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় ১০১.৯ কেজি গাঁজাসহ একটি মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকাপ জব্দ করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, শুক্রবার ( ২৭ জুন) ০৩.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন গোপালহাটি সরকার পাড়া ৩ নং ওয়ার্ড মোঃ আজিজ মিয়া (৫০), পিতা- মৃতঃ মোজাহার মন্ডল এর বসতবাড়ীর সামনে ফুলবাড়ী টু তারাপুর গামী পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে ১০১.৯ কেজি গাঁজা, পিকাপ ০১ টি, নগদ টাকা ২৫০০/-,০২ টি মোবাইল, ০২ টি সিম, ত্রিপল ০১ টিও গাড়ীর কাগজপত্র ০১ সেট সহ সেলিম মিয়া ও ইয়াছিন নামের দুই জন কে আটক করে র্যাব-৫।
আটককৃতরা হলো, সিলেট জেলার জৈনতাপুর উপজেলার শৈলাখেল গ্রামের মৃতঃ ফারুক আহমেদের ছেলে সেলিম মিয়া (২৮) ও ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দিঘীর পাড় গ্রামের মৃতঃ আঃ বারেক এর ছেলে ইয়াছিন (২৫)।
সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলে স্বীকার করে। স্থানীয় জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিল বলে মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।