সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
ইজরাইলের নৃশংস আগ্রাসনে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির ভলেন্টিয়ারদের নির্মমভাবে হত্যা এবং গাজায় নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ও মহানগর ইউনিট।
সোমবার (০৭ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজশাহী নগর ভবন এর সামনে থেকে শুরু হয়ে সোনা দিকের মোড় হয়ে সাহেব বাজার মোড়ে এসে শেষ হয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিটি। এবং সেখানেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেই সাথে ইসরাইলের সকল পণ্য বর্জনের আহব্বান জানান।