সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর বোয়ালিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি জয়কে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রবিবার (২৪ আগষ্ট) রাত্রী ৮টা ৩০ মিনিটের দিকে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কুহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মো: সামিউল আলিম জয় (২৮) রাজশাহী জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকার মো: জালাল এর ছেলে। তারা বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড়ের ( কুবা মসজিদের পিছনে) বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, আসামি সামিউল আলিম জয় এর পরিবার এবং ভিকটিমের পরিবারসহ ২০২১ সাল থেকে দীর্ঘ চারবছর ধরে বোয়ালিয়া থানার সাধুর মোড় রানীনগর এলাকায় একই বাড়ির পাশাপাশি ইউনিটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করার সুবাদে তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে ওঠে। উক্ত সম্পর্ক থাকাকালীন জয়ের সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক চলাকালীন চলতি বছরের ১৫ ই জুন বিকাল ৪টায় ভিকটিমের বাড়িতে কেউ না থাকাই জয় ভিকটিমকে বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে ভিকটিমকে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। সর্বশেষ এবছরের ১৫ ই জুন থেকে আগষ্টের ১২ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় আসামি জয় ভিকটিমকে উক্ত ভাড়া বাড়িসহ বিভিন্ন স্থানে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমকে বিবাহ করতে অসম্মত প্রকাশ করে। এতে করেভভিকটিম মানসিকভাবে ভেঙে পড়ে।
এঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বোয়ালিয়া থানায় সামিউল আলিম জয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। এরপর থেকেই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং ২৪ আগষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অভিযাতন পত্রের প্রেক্ষিতে অভিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কুহাড় এলাকা হতে উক্ত ধর্ষণ মামলার একমাত্র আসামি জয়কে গ্রেপ্তার করে র্যাব-৫।
উক্ত আসামিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।