
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
রাজশাহীতে ট্রাভেল এজেন্সির মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্যোগে বৈরী আইন হিসেবে চিহ্নিত কিছু ধারার বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টা রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সামনে আলোকার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অযৌক্তিক আইন, জটিল প্রক্রিয়া এবং ব্যবসাবান্ধব নীতির অভাবে ট্রাভেল এজেন্সি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ‘প্রবাসী গ্রাহকদের নথিপত্র যাচাই–বাছাই’ সংক্রান্ত কিছু ধারা ব্যবসায়ীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করেছে বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, মিথ্যা মামলার ভয়, অতিরিক্ত ভ্যাট–ট্যাক্সের চাপ এবং অযৌক্তিক নীতিমালা এ খাতে দীর্ঘদিনের ব্যবসায়িক স্থিতিশীলতা নষ্ট করছে। এসব নীতির ফলে ক্ষুদ্র ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
মানববন্ধন থেকে দ্রুত বৈরী আইন সংস্কার, অপ্রয়োজনীয় ধারা বাতিল এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে সাধারণ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী বৃন্দ।