সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী
রাজশাহীর পুঠিয়ায় ৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী সাকিল সরদার (২৭)কে আটক করেছে র্যাব-৫। সোমবার রাত্রি ১২.১৫ মিনিটের দিকে পুঠিয়া উপজেলার শিবপুর বাজার সংলগ্ন মেসার্স প্রীতি কোল্ড স্টোরেজ লিঃ এর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৫। এসময় তার দেহ তল্লাশি করলে ৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
আটককৃত সাকিল সরদার রাজশাহীর বাগমারা উপজেলার বাছিয়াপাড়া গ্রামের কামাল সরদারের ছেলে।
জব্দকৃত আলামত ইয়াবা-৯৭ পিচ, নগদ-৮০১০ টাকা, মোবাইল-০২টি, সীম-০৩ টি।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া
থানাধীন শিবপুর বাজারস্থ এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করতঃ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিপিএসসি, র্যাব-৫ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীকে আটক করে এবং দেহ তল্লাশি করে ৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ।
ধৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের
আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।