চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা ও একাধিক মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী সোহেল ওরফে সোহেল পাটোয়ারী ওরফে ল্যাংড়া সোহেল (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে কোব্বাতের ঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট বিকেলে উপজেলার ২নং হোসনাবাদ ইউনিয়নের ৯নং দক্ষিণ নিশ্চিন্তাপুর ইকো পার্কের ২নং পকেট গেইটের সামনে পাকা রাস্তায় সিএনজি গাড়ির গতিরোধ করে স্থানীয় দুইজনকে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে সোহেলসহ তার সঙ্গীরা।
এ ঘটনায় ভুক্তভোগীদের স্বজন মোঃ হযরত আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার এর দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে কোব্বাতের ঘোনা এলাকা থেকে মামলার প্রধান আসামী সোহেলকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৪টি মারামারির মামলা ও ১টি চুরির মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “রাঙ্গুনিয়ায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।রাঙ্গুনিয়া- (চট্টগ্রাম) প্রতিনিধি- ইমরান