বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনমুখী সর্ববৃহৎ সুশৃঙ্খল গণমুখী রাজনৈতিক দল। এ দলের টিকেটে নির্বাচন করতে অনেকেই চায়। টিকেটতো আর সবাইকে দেওয়া সম্ভব না। দল করলে দলের সিদ্ধান্ত মেনে চলা নৈতিক দায়িত্ব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে বিএনপির হাই কমাণ্ড যাকেই ধানের শীষের প্রার্থী ঘোষণা করবেন তাকে বিজয়ী করতে আমি হুমাম কাদের চৌধুরী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, বিএনপির রাজনীতি করার কারণে প্রতিহিংসার শিকার হয়ে বাবাকে হারিয়েছি। আমাকে গুম করা হয়েছে। দীর্ঘ ৭ মাস গুম করে চরম নির্যাতন চালিয়েছে। রাঙ্গুনিয়াবাসির দোয়ায় ফেরত এসেছি। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে রাঙ্গুনিয়ায় উন্নয়নের নামে হরিলুট চলেছে। রাজনীতির মাঠে যখন আছি হলফ করে বলছি দুর্নীতি করবো না। দক্ষিণ রাঙ্গুনিয়ার অবকাঠামো উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের
৩১ দফা বাস্তবায়নের দাবিতে শিলক রাজাপাড়া এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ১৫ সেপ্টেম্বর বিকেলে
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিলক ইউনিয়ন বিএনপির আহবায়ক মোকাররম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদল নেতা আবুল হোসেন চৌধুরী এবং সাবেক ছাত্রনেতা মহসিন তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজামুল হক চৌধুরী তপন, ইলিয়াস সিকদার, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ, মসিউদ্দৌলা,উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার রোবেল, জেলা যুবদলের সহ-সভাপতি সাহেদ কামাল, গফুর খান, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম,উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর এলাহি, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবর আলম তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, যুবকদের যুগ্ম আহবায়ক পারভেজ মোশাররফ, উপজেলা বিএনপির সদস্য সৈয়দ নুর,শওকত আলী তালুকদার, জামশেদ মেম্বার, আহসান উল্লাহ মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, ইঞ্জিনিয়ার ওসমান, দক্ষিণ রাঙ্গুনিয়া যুবকদের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবর, শিলক ইউনিয়ন ছাত্রদল সভাপতি নিশাত সিকদার, শিলক ইউনিয়ন জিয়া মঞ্চ সভাপতি নুরুল আবছার সিকদার সহ জেলা, উপজেলা ও পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, মহিলা দল, জিয়া মঞ্চ নেতৃবৃন্দ।- রাংগুনিয়া - প্রতিনিধি- ইমরান