
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অসুস্থ স্বামী ও সন্তানদের নিয়ে বসবাসরত এক নারী নিজের সরকারি ঘরে তালা ঝুলিয়ে দেওয়াসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর ও হুমকির অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মনোয়ারা বেগম (৫০), স্বামী মোঃ কেরামত আলী—রাঙ্গুনিয়া উপজেলার ৬নং সোনারগাঁও ইউনিয়নের সোনারগাঁও এলাকার বাসিন্দা। বর্তমানে তারা লালানগর ইউনিয়নের ধামাইরহাট চাদরহাট টিলায় বসবাস করছেন।
মনোয়ারা বেগম রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৮ বছর আগে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তিনি ও তার অসুস্থ স্বামী একটি ঘর পান। সেই ঘরেই তারা ছেলে-মেয়েকে নিয়ে বসবাস করে আসছিলেন।
অভিযোগে তিনি আরও জানান, প্রায় ছয় মাস আগে থেকে স্থানীয় বখতিয়ার, শামশুর আলম, রূপন ও খোকন নামে চারজন বিনা কারণে তার বাড়ির দরজায় তালা লাগিয়ে দেন। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করা হলেও বিবাদীরা কোনো বৈঠকে উপস্থিত হননি।
গত ১৭ অক্টোবর ২০২৫ ইং, দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে উক্ত বিবাদীরা আবারও এসে তার ঘরে তালা ঝুলিয়ে দেন এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করেন মনোয়ারা বেগম। তিনি বলেন, “বিবাদীরা যেকোনো সময় আমাকে ও আমার পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।— রাঙ্গুনিয়া –প্রতিনিধি- ইমরান