
মোঃ আজমির হাসান
স্টার্ফ রির্পোটার, রাঙ্গামাটি
কল প্রতিষ্ঠানে সপ্তাহে ২ দিন ছুটি থাকলেও, নার্সের ক্ষেত্রে ১ দিন ছুটি দেওয়া হয়।এটা নার্সের সাথে জুলুম ও অন্যায়। সুস্থ ভাবে কাজ করার জন্য ২ দিন ছুটি দেওয়া আবশ্যক, পর্যাপ্ত রেস্ট নাহ পাওয়ার কারণে ডিপ্রেশনে চলে যায় , পরিবার থেকে দূরে থাকায় একাকিত্ব বোধ করে, সব সময় মানসিক চাপে থাকে । যার ফলে অসুস্থ সহ আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয় । আমাদের সংস্থা ও সংগঠন কি ২ দিনের ছুটির জন্য কি উদ্যোগ নিতে পারে না?
রাঙামাটি জেনারেল হাসপাতালে নার্সদের চেঞ্জিং রুমে ঝুলন্ত অবস্থায় কর্তব্যরত এক নার্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরের দিকে হাসপাতালের চেঞ্জিং রুম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নার্সের নাম সাথী বড়ুয়া। তার বাড়ি শহরের দেবাশীষ নগরে। তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী ব্যবসায়ী বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুই তিন দিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শুক্রবার রাতে নাইট ডিউটি ছিল। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য অপারগতা জানিয়ে ৬ দিনের ছুটি নেন।
অসুস্থতার কারণে শুক্রবার ভোরে তিনি হাসপাতালে ভর্তি হন। বেডে অস্বস্তি বোধ করলে বেড ছেড়ে হাসপাতালের চেঞ্জিং রুমে আসেন। দুপুরের দিকে হাসপাতালের আরেক নার্স সাধনা চাকমা চেঞ্জিং রুমে প্রবেশের চেষ্টা করলে দরজা ভেতর থেকে বন্ধ পান।চঅনেকক্ষণ চেষ্টার পরে রুমে প্রবেশ করে সাথী বড়ুয়ার গলায় ওড়না পেঁচানো অবস্থায় জানালার সঙ্গে ঝুলন্ত দেহ দেখতে পান।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান বলেন, সাথী বড়ুয়া অসুস্থতা জনিত কারণে ছুটি নিয়েছিলেন, পরে হাসপাতালে ভর্তি হন। আজ দুপুরের দিকে আমরা এই ঘটনার কথা জানতে পারি। আমরা ধারণা করছি, তিনি মানসিক চাপে বিপর্যস্ত ছিলেন।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে।