মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে গত শুক্রবার ১০ অক্টোবর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে সমাপ্তি মুভি টেলার রিলিজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মুনতাসির নাহিদ পরিচালিত, রলিউডের এই প্রথম "কহন" মিডিয়া নিবেদিত চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গদের নিয়ে রহনপুরে নির্মিত হলো "সমাপ্তি" মুভি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন "কহন" মিডিয়ার ডিরেক্টর, গল্প লেখক, পরিচালক ও এডিটর মুনতাসির নাহিদ।
উপস্থাপনায় ছিলেনঃ মোঃ হেলাল উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ শিহাব রায়হান সাংস্কৃতিক ব্যক্তিত্ব,গোলাম রসুল সাংস্কৃতিক ব্যক্তিত্ব,কনিকা খান কনা সাংস্কৃতিক ব্যক্তিত্ব,
মোঃ রফিক মীর কণ্ঠশিল্পী।
উক্ত অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ,ব্যবস্থাপক ও অভিনেতা মোঃ তুষার রাজ ,কো-ডিরেক্টর ও অভিনেতা আলফায়াত কাজল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,অভিনেতা, এম নাহিদ আক্তার,অভিনেতা শফিকুল ইসলাম ,
অভিনেতা চয়ন ইসলাম, অভিনেতা সেলিম ইসলামসহ "সমাপ্তি" মুভির সকল অভিনেতা বিন্দু, কন্টেন কিউটার, ইউটিউবার ও সাংবাদিক বিন্দু।
এই মুভিটি ১৭ই অক্টোবর শুক্রবার উৎসব কমিউনিটি সেন্টার মুক্তাসা সিনেমা হল রহনপুরে বিকেল ৩ টাই রিলিজ হবে
প্রত্যেকদিন তিনটি করে শো চালানো হবে
বিকেল ৩ঃ০০টা , সন্ধ্যা ৬ঃ০০টা এবং রাত্রি ৯ঃ০০টা।
আপনারা সকলেই কহন মিডিয়ার পক্ষ থেকে আমন্ত্রিত।