গত ১৫ ই আগস্ট দৈনিক সময়ের মূল্যসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় আমাদেরকে জড়িয়ে “বাগমারা বিএনপি’র ছায়া তলে থেকে আসাদুজ্জামান ও মিজান জোর পূর্বক জমি জবর দখল” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদে আশরাফুল ইসলাম, মিজানুর রহমান আসাদুজ্জামান সহ আমাদেরকে জড়িয়ে যে সকল তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হলো পৈতৃক সুত্রে প্রাপ্ত সম্পত্তিতে মৌজা: পশ্চিম দৌলতপুর,জেএল নং ৩১, আরএস খতিয়ান নং ২৫১, দাগ নং ৮৪,জমির পরিমান ৭শতক,খতিয়ান মুলে জান মামুদ শেখ এর জমির অংশ দুই ছেলে আঃ হাকিম শেখ ও আব্দুর রশিদ শেখ সমান অংশ পাবেন। সুতরাং এখানে ৭ শতকের অংশ আঃ হাকিম শেখ সাড়ে ৩ শতক ও আব্দুর রশিদ শেখ সাড়ে ৩ শতক জমি পাবেন। কিন্তু আব্দুর রশিদ শেখ জোরপূর্বক জমি দখল করে ৭ শতকের উপর ভবন নির্মান করতে গেলে সেখানে তার ওয়ারিশগণ কাগজ মুলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রশিদ শেখ আমাদেরকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করিয়েছেন।
যা চরম ভাবে মানহানিকর। এ ধরনের মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে এলাকায় আমাদের সুনাম নষ্ট করার হীন ষড়যন্ত্র বলে আমরা মনে করি। কাজেই এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
১৫.০৮.২০২৫ তারিখে প্রকাশিত প্রতিবেদনে যাচাই-বাছাইয়ের কিছু ঘাটতি ছিল। জনাব মোঃ আশরাফুল আলম, পিতা এরশাদ আলী আহমেদ অগ্রণী ব্যাংক কর্মকর্তা কে নিয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তার জন্য দৈনিক সময়ের মূল্য পত্রিকার পক্ষ থেকে কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ।
প্রতিবাদকারী
মো. আশরাফুল আলম
পিতা: এরশাদ আলী আহামেদ,
গ্রাম: বারিগ্রাম
বাগমারা, রাজশাহী।