গত ১৫ ই আগস্ট দৈনিক সময়ের মূল্যসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় আমাদেরকে জড়িয়ে “বাগমারা বিএনপি’র ছায়া তলে থেকে আসাদুজ্জামান ও মিজান জোর পূর্বক জমি জবর দখল” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদে আশরাফুল ইসলাম, মিজানুর রহমান সহ আমাদেরকে জড়িয়ে যে সকল তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হলো পৈতৃক সুত্রে প্রাপ্ত সম্পত্তিতে মৌজা: পশ্চিম দৌলতপুর,জেএল নং ৩১, আরএস খতিয়ান নং ২৫১, দাগ নং ৮৪,জমির পরিমান ৭শতক,খতিয়ান মুলে জান মামুদ শেখ এর জমির অংশ দুই ছেলে আঃ হাকিম শেখ ও আব্দুর রশিদ শেখ সমান অংশ পাবেন। সুতরাং এখানে ৭ শতকের অংশ আঃ হাকিম শেখ সাড়ে ৩ শতক ও আব্দুর রশিদ শেখ সাড়ে ৩ শতক জমি পাবেন। কিন্তু আব্দুর রশিদ শেখ জোরপূর্বক জমি দখল করে ৭ শতকের উপর ভবন নির্মান করতে গেলে সেখানে তার ওয়ারিশগণ কাগজ মুলে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রশিদ শেখ আমাদেরকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করিয়েছেন।
যা চরম ভাবে মানহানিকর। এ ধরনের মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে এলাকায় আমাদের সুনাম নষ্ট করার হীন ষড়যন্ত্র বলে আমরা মনে করি। কাজেই এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো. আশরাফুল আলম
পিতা: এরশাদ আলী আহামেদ,
গ্রাম: বারিগ্রাম
বাগমারা, রাজশাহী।