মোঃ আল আমিন কুমিল্লা দেবিদ্বার
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সাথে দেখা করেছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। রোববার (২৭ জুলাই) দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে আসেন তারা৷ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত মো. মাহতাব রহমান ভুইয়ার সমাধীতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।
উল্লেখ্য, মাহতাব দেবিদ্বার উপজেলার রাজামেহের ইউনিয়নে চুলাশ ভূঁইয়াবাড়ির মিজানুর রহমানের একমাত্র ছেলে। মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুর ১ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং পারিবারিক কবরস্তানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়।