আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর মান্দায় তালগাছের চারা রোপণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বর্দ্দপুর এলাকায় এ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার, মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জলছত্র মোড় হতে পাঁজরভাঙ্গা রাস্তায় চলতি মৌসুমে ৪০০ তালগাছের চারা রোপণ করা হবে।#