
নুরুল ইসলাম সুমন, চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি 
সোমবার, ৩ নভেম্বর ২০২৫
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী থেকে আজিজনগর পর্যন্ত মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে ইজিবাইক, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
এ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনসহ সংশ্লিষ্টদের নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন।
সভায় তিনি বলেন,
“মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। নিয়ম মেনে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। চালক, যাত্রী ও পথচারী—সবাইকে সচেতন হতে হবে।”
তিনি আরও জানান, চকরিয়া পৌরশহরের বক্সরোড ও ফুটপাত দখলমুক্ত রাখতেও হাইওয়ে পুলিশ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। এতে শহরে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চিরিংগা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ফাঁসিয়াখালী থেকে আজিজনগর পর্যন্ত মহাসড়কে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। অবৈধ ইজিবাইক ও সিএনজি চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।
স্থানীয়দের অনুরোধ, মহাসড়কে যানবাহনের গতি ও চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের এই পদক্ষেপ অব্যাহত থাকুক। এতে দুর্ঘটনা কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগও হ্রাস পাবে।