মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
মহাদেবপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে অটো চার্জারের চাপায় বন্যা রানী মন্ডল (৬) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত বন্যা রানী মন্ডল উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষণপুর দক্ষিণপাড়ার নয়ন চন্দ্র মন্ডলের মেয়ে ও উপজেলা সদরের নিউ মালঞ্চ কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্কুল ছুটির পর মায়ের সাথে ভ্যান যোগ বাড়ি ফিরছিল সে। বাড়ির অদূরে ভ্যান থেকে নেমে তার মা ভাড়া দিতে গেলে শিশুটি দৌড়ে রাস্তা পার হতে যায়। এ সময় একটি দ্রুতগামী অটো অটোচার্জার ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শিশুটির মৃত্যু হয়।