মহাদেবপুর (নওগাঁ)
মহাদেবপুর থানার ওসি মোঃশাহিন রেজা স্বীকৃতি স্বরূপ ভালো কাজের পুরস্কারে ভূষিত হলেন। গত সোমবার(২২ সেপ্টেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এর হাত থেকে নগদ অর্থ পুরস্কার গ্রহণ করেন। এবং অবসরজনিত বিদায় উপলক্ষে চারজন পুলিশ সদস্যকে পুলিশ সুপার সম্মাননা স্মারক প্রদান করেন। এই সময় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন সহ, সকল স্তরের সদস্য এবং সিভিল উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোস্তাফিজ হাসান এর অকাল মৃত্যুতে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।