নওগাঁর মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ,
মহাদেবপুর শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে আইএবি মিলনায়তন আলিফ লাম মিম
মসজিদে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত বীরদের স্বরণে ও আহতদের সুস্থতা কামনায় দু’আ
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি হাফেজ মো. আজাদ হোসেনের সভাপতিত্বে
দু’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সভাপতি মো.
আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারী প্রভাষক মো. শহিদুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন মুফতি মুহাম্মদ মা’আরিফুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আ: রহমান রানা প্রমূখ। এ সময় দু’আ মাহফিলে
যুব আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা
উপস্থিত ছিলেন।