নওগাঁর মহাদেবপুরে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত
করতে ছোট ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে গত ২৩ ফেব্রæয়ারি থানায় দায়ের করা
মামলাটি মিথ্যা, বানোয়াট দাবী করে লিখিত অভিযোগ দিয়েছে মামলার ২নং আসামী
মো. নজরুল ইসলাম। লিখিত অভিযোগে তিনি বলেন, সাগরইল গ্রামের মৃত আকবর আলীর
ছেলে মতিউর রহমান ও কামরুল ইসলাম তার আপন ভাতিজা হয়। একটি গভীর নলকূপ নিয়ে
তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। ঘটনার দিন ১৭ ফেব্রæয়ারি তিনি এলাকার বাইরে
ছিলেন। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরো বলেন, গভীর নলক‚প নিয়ে দুই ভাইয়ের মধ্যে
সামান্য ঠেলাঠেলি ও হাতাহাতি হয়। এ ঘটনার পর মতিউর বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র
দিয়ে নিজের হাত কেটে হাসপাতালে ভর্তি হয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসানোর
চেষ্টা করছে। এ মামলায় কামরুল ইসলাম, মো. নজরুল ইসলাম সহ তার ভাতিজি জামাই
হাফেজ মাসুদ রানাকে আসামী করা হয়েছে। তিনি সঠিক তদন্ত করে প্রয়োজনীয়
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।