মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে গতকাল শনিবার (৮ নভেম্বর) বিকেলে
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী
পরিবর্তনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় ২
কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে মহাদেবপুর-বদলগাছীর তৃণমূলের সাধারণ ভোটার,
সমর্থক ও সর্বস্তরের জনগণ। মানববন্ধনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
প্রাথমিক তালিকায় ঘোষিত ফজলে হুদা বাবুল এর মনোয়নয়ন পরিবর্তন করে একাদশ জাতীয়
সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ
সিদ্দিকী নান্নুর জ্যেষ্ঠপুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে পুণরায় চ‚ড়ান্ত মনোনয়ন
দেয়ার দাবী জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকরি কলেজের সাবেক ভিপি
ও খাজুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আমজাদ হোসেন মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম
আহবায়ক শামিমুর রহমান শামিম, মহাদেবপুর সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক
আবুল কালাম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইফতে খারুল আলম ইপু প্রমূখ।
মানববন্ধন শেষে সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণ মিছিল
নিয়ে সাবেক ডেপুটি স্পীকারের বাসভবনে গেলে সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটি ও
নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে
বিএনপি মনোনিত প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি।#