মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের অধীনে বেইজ লাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মুহাম্মদ এরশাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাহবুব হাসান চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, নাজমা আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজয়ানুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সুলতান মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী, বিএমডিএ মুহা: সাইদুর রহমান।অনুষ্ঠানে স্বাগতবক্তব্য রাখেন, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব তোফাজ্জল হোসেন, সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার রিতুমালো।
থ্রাইভ প্রকল্পটি নওগাঁ জেলার সাপাহার, পোরশা, মহাদেবপুর, পত্নীতলা, নিয়ামতপুর, মান্দা ও ধামুইরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল ও গোমস্তাপুর উপজেলায় বসবাসরত ৯১৫০ জন দলিত সম্প্রদায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী মানুষের জীবনমান উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, দক্ষ যুব তৈরি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সরকারী-বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানে দলিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী বান্ধব সেবা নিশ্চিতকরনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।প্রকল্পের মনিটরিং অফিসার আলতাফুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্প বিষয়ে ধারনা, দাতা সংস্থা ও সহযোগী সংস্থার পরিচিতি, মতবিনিময় সভার উদ্দেশ্য, প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম, বেইজ লাইন সার্ভের মাধ্যমে প্রাপ্ত তথ্য সমূহ উপস্থাপন করেন।এরপর অতিথিবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা, মতামত গ্রহণ ও প্রশ্নোত্তর পর্ব।
মুক্ত আলোচনায় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্রকল্প সম্পর্কিত পরামর্শ এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।