মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে পানি সাপ্লাইয়ের কাজ করতে গিয়ে
তিনতলার ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সাব্বির হোসেন উপজেলার সফাপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ও পেশায়
ইলেকট্রিশিয়ান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে উপজেলা সদরের আখেড়া
গ্রামে আব্দুল জব্বার হাজির হ্যাচারীর তিনতলা ছাদে সহকর্মীসহ পানি সাপ্লাইয়ের কাজ
করতে যান সাব্বির হোসেন। সেখানে কাজ করার একপর্যায়ে পানির চাপে ছাদ থেকে নিচে
পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মহাদেবপুর থানার
অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ
থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী