নওগাঁর মহাদেবপুরে সরকারি খাস সম্পত্তি পত্তন নেয়া
জমি থেকে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ২০টি গাছ চুরি করে কেটে
নেয়ার অভিযোগে গাহলী গ্রামের মৃত গাবল চন্দ্র বর্মণের ছেলে গাহলী উচ্চ বিদ্যালয়ের
সহকারি শিক্ষক ও হাতুড় ইউনিয়ন আ.লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মণের ভাই দুলাল চন্দ্র
বর্মণসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল)
এ মামলা দায়ের করেন ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ওই জমির মালিক উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল
গ্রামের মৃত আকবর আলীর ছেলে মতিউর রহমান। এ মামলায় অন্য আসামীরা হলো সাগরইল
গ্রামের মৃত জগেন্দী পাহানের ছেলে জবানু পাহান ও সাবানু পাহান, সুশীল পাহানের ছেলে
প্রশান্ত পাহান, মৃত চরণ পাহানের ছেলে বিমল পাহান, এঙ্গা মাড্ডির ছেলে ঘুটরু মাড্ডি, মৃত
সকল পাহানের ছেলে তেতরা পাহান, পার্শ্ববর্তী পোরশা উপজেলার রঘুনাথপুর গ্রামের সাদিক
মাড্ডির ছেলে নগেন পাহান ও বিশ্বনাথ মাড্ডি, সাগর টিক্কার ছেলে সুনিল। এছাড়াও মামলায়
আরো ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। মামলা সূত্রে জানা গেছে, সাগরইল মৌজায় ১
নং খতিয়ানের ২৮২ নং দাগে পত্তনী কেস ৭৮০/৬৯-৭০ এবং ৭৭৮/৬৯-৭০নং চিরস্থায়ী পত্তনী মুলে
২৭০২ রেজিষ্ট্রি কুবলিয়ত দলিলমুলে প্রাপ্ত হয়ে দীর্ঘ ৫৫ বছর ধরে আকবর আলী ও রুহুল আমিনের
ওয়ারিশগন গাছ লাগিয়ে ও চাষাবাদ ১ একর জমি ভোগ দখল করে আসছেন। হঠাৎই গত ১০
এপ্রিল ঈদের আগের দিন এলাকার লোকজন উৎসবমূখর পরিবেশে ব্যস্ত থাকায় আসামীরা উক্ত জমি
থেকে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ২০টি গাছ চুরি করে কেটে নিয়ে
যায়।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী