এস এম শামীম হাসান মহাদেবপুর প্রতিনিধি
শিক্ষাজীবন যেমন সমগ্র জীবনের প্রস্তুতিপর্ব,ঠিক তেমনি রাজনৈতিক জীবনের প্রস্তুতি পর্ব হলো ছাত্র রাজনীতি। সে কারণেই বিশ্বব্যাপী ছাত্র সংগঠন গুলো প্রতিষ্ঠিত হয়েছে। নব্বই দশক এর পরবর্তী সময়ে মুফতি সৈয়দ রেজাউল করিম শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূরীকরণ, সহাবস্থান নিশ্চিতকরণ,সুস্থ ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনা এবং ভবিষ্যৎ দেশ প্রেমিক নেতৃত্ব তৈরির লক্ষ্যে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এরি ধারাবাহিকতায় নওগাঁ জেলার ইসলামী ছাত্র আন্দোলন শাখার উদ্যোগে ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে মহাদেবপুর উপজেলার মাছচত্বরে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সূরা কেরাত প্রতিযোগিতা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আশিকুর রহমান আশিক এর সভাপতিত্বে উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসাইন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় আইন ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ আহমাদ শাফী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা সেক্রেটারি প্রভাষক মোঃ শহিদুল আলম,মহাদেবপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি নাছির বিন আছগর তৈয়্যবী,উপজেলা শাখার সেক্রেটার মুফতি মোহাম্মদ মা আরিফুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সুলতান মাহমুদ, প্রচার প্রকাশনা সম্পাদক এস্তেনুর রহমান, উপদেষ্টা হাফেজ ডাক্তার মোঃ আব্দুল্লাহ আল ওয়াদুদ, আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহিনুর রহমান শাহীন, উপজেলা সেক্রেটারি মুফতি যুবাইর আহমেদ ফারুকী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র সমাজের প্রতিনিধিত্বশীল একটি ছাত্র সংগঠন। সত্যের প্রতিষ্ঠা ও উন্নয়নের প্রতিরোধ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহীত।আমাদের কার্যক্রম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে। বিশেষ করে ছাত্র সমাজ এ কাজের যোগ্য সৈনিক কারণ ছাত্রসমাজই দেশ জাতির সক্রিয় ও কার্যকর জনশক্তি। এরা দেশের অমূল্য সম্পদ, ভবিষ্যৎ কর্ণধার। শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ নাজমুল হাসান,সহ-সভাপতি মুহাম্মাদ সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাকিবুল হাসানের নাম ঘোষণা করে ২০২৫ সেশনের কমিটির ঘোষণা দেওয়া হয় এবং সন্ধ্যার পর ইসলামি সংগীত পরিবেশন করেন কলরব ও অবিরাম শিল্পীগোষ্ঠী।