নওগাঁর মহাদেবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ
মহাদেবপুর উপজেলা শাখার তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩
সেপ্টেম্বর) সকালে স্থানীয় বাসষ্ট্যান্ড মাছচত্তরে উপজেলা কমিটির আয়োজনে প্রতিনিধি
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির
নায়েবে আমীর মাও: মো. আব্দুল হক আজাদ। উপজেলা কমিটির সভাপতি হাফেজ মো. আজাদ
হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব
ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম। উপজেলা কমিটির সেক্রেটারি মুফতি মা’আরিফুল ইসলামের
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক
হাফেজ মাও: আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় সূরা সদস্য মাও: মো. আব্দুর রহমান, নওগাঁ জেলা
সভাপতি মো. আশরাফুল ইসলাম, সেক্রেটারি শহিদুল আলম, জয়েন্ট সেক্রেটারি মো. তারেক
হাসান মিঠু, সদস্য মাও: মো. জামাল উদ্দিন, মাও: মো. আব্দুল কাদের ফারুক, মাও: মো. সুলতান
মাহমুদ, মো. মাসুদ রানা, মাও: মো. শহিদুল ইসলাম, মাও: মো. জাকারিয়া, মো. শাহীনুর
রহমান, মো. নাজমুল হক। বক্তারা বলেন, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আওয়ামী দুঃশাসনের পতন
ঘটিয়ে সাধারণ মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। উন্নয়নের নামে দেশ থেকে হাজার
হাজার কোটি টাকা লুটপাট ও দেশ থেকে পাচার করেছে।#