মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে ডেভিল হান্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীদের শনিবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন, চান্দাশ ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডিমজাওন গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মো. মকবুল হোসেন, চেরাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক স্বরুপপুর ফকিরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ মোফাজ্জল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মহাদেবপুর হঠাৎ পাড়া গ্রামের শরীফ আহমেদ চৌধুরীর ছেলে সাব্বির আহমেদ বাঁধন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: রফিকুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মো: আব্দু্ল্লাহ্ আল ওয়াদুদ
বার্তা সম্পাদক: মো: রাজন আলী