মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে বুধবার বিকেলে ব্র্যাকের
ইউপিজিপি প্রকল্পে অতি দরিদ্র ৮ জন সদস্যের মাঝে ষাঁড় বাছুর বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে
স্থানীয় ব্র্যাক অফিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার
উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন
বিভাগীয় ব্যবস্থাপক রেগুলেটরি এফেয়ারস ইউনিটের ডিএম মোতারব হোসেন, ব্র্যাক জেলা
প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি, আঞ্চলিক ব্যবস্থাপক ইউপিজি মো. রুহুল আলম, এলাকা
ব্যবস্থাপক (দাবী) চিন্তা হরণ সরকার, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. রবিউল আওয়াল, সিনিয়র
টেকনিক্যাল অফিসার হেলথ্ কেয়ার সার্ভিসেস এন্ড কমিউনিটি ইনট্রিগেশন অরুণ কুমার
রায়, শাখা ব্যবস্থাপক মো. জুয়েল উদ্দিন, পিও ইউপিজি মো: মমিনুল ইসলাম প্রমূখ।
আয়োজকবৃন্দ জানান, এলাকায় পিআরএ এর মাধ্যমে জরিপ করে প্রাথমিকভাবে অতি দরিদ্র
সদস্য নির্বাচন করার পর তা আঞ্চলিক ব্যবস্থাপক চুড়ান্ত নির্বাচনের মাধ্যমে সদস্য নির্বাচন
করে। এরপর সদস্যদের বিভিন্ন এন্টারপ্রাইজ যেমন ষাঁড় পালন, বকনা পালন, ছাগল পালন, কৃষি ও
ক্ষুদ্র ব্যবসাগুলোর মধ্যে যেকোনো ১টি উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করার পর এসব অতিদরিদ্র
সদস্যদের ব্র্যাকের অনুদান প্রদান করা হয়। বুধবার বিকেলে নওগাঁ অঞ্চলের মহাদেবপুর শাখা
অফিসে গ্রæপ ২ এর ৮ জন সদস্যকে সম্পদ হিসেবে ষাঁড় বাছুর প্রদান করা হয়।