নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাতনামা একজন ভবঘুরে যুবকের (৪২)
মরদেহ উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ। বুধবার বিকেলে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের উত্তরগ্রামে
রাস্তার পাশের একটি ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় তার শরীরে কোন পোশাক
ছিল না তবে বেশ কিছু আঘাতের চিহ্ন ও ছিল। স্থানীয় জনগন জানান, বেশ কিছুদিন থেকে
মানসিক ভারসাম্যহীন অপরিচিত লোকটি এ এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফিরা করতো এবং
দিন ও রাতের অধিকাংশ সময় রাস্তার পাশের ওই স্থানে অবস্থান করতো। তারা আরো জানান, রাতের
আঁধারে কোন যানবাহনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পাওে অথবা ওই ডোবাই পড়েও তার
মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পানিতে ডুবে থাকার কারণে শরীরের চামড়াগুলো কুকড়ে
গেছে। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহল
আমিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।