মিজানুর রহমান শেরপুর প্রতিনিধি
ময়মনসিংহ রেঞ্জের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নে দুটি ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ জেলা’ ও ‘শ্রেষ্ঠ সার্কেল’ হিসেবে নির্বাচিত হয়েছে শেরপুর জেলা পুলিশ। রোববার (২৩ মার্চ) ময়মনসিংহ রেঞ্জের কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জের ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান।
অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে শেরপুর জেলা পুলিশকে এ পুরস্কারে ভূষিত করা হয়। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কাছ থেকে জেলা পুলিশের পক্ষে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এবং শ্রেষ্ঠ সার্কেল হিসাবে নির্বাচিত হওয়ার স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম।
উক্ত সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের
অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবুল কালাম আযাদ; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ও অপারেশনস্) মোঃ আবু বকর সিদ্দিক; অধিনায়ক মুক্তাগাছা ০২ এপিবিএন মোঃ কুতুব উদ্দিন; অধিনায়ক র্যাব-১৪ মোঃ নয়মুল হাসান; ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।