
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে নগরীর দীঘারকান্দা ঢাকা বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মিছিলটি বের করা হয়। মিছিলে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।
আত্মগোপনে থাকা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিনের ফেসবুক আইডি থেকে মিছিলের ১ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আদিত্য আহমেদ (পলাশ) মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। মিছিলকারীদের মধ্যে কেউ মুখে মাস্ক, কেউ মাথায় হেলমেট পরে স্লোগান দিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল ‘বাংলাদেশ ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা শাখা’। উল্লেখ্য, গত বছর জুলাই মাসে সরকার সংগঠনটির সনদ বাতিল করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। মিছিলের নেতৃত্বদানকারী আদিত্য আহমেদ পলাশ সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক মেয়র ইকরামুল হক টিটুর ঘনিষ্ঠ বলে স্থানীয়ভাবে পরিচিত।
অন্যদিকে, একই দিন মহাসড়কে আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার ব্যানারেও আরেকটি ঝটিকা মিছিল দেখা যায়। তবে এ মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই ছিলেন আগের ছাত্রলীগের একই কর্মী। এ মিছিলের নেতৃত্ব দেন ফাহিম শাহরিয়ার অনন্ত, যিনি সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর অনুসারী হিসেবে পরিচিত।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “মিছিলের খবর আমরা পেয়েছি। তবে কখন মিছিলটি হয়েছে তা নিশ্চিত নই। এখনও কাউকে আটক করা যায়নি। তদন্ত চলছে।”