
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির উদ্যোগে মানবাধিকার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ৭ নভেম্বর ২০২৫ ময়মনসিংহ সার্কিট হাউজে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, জেলা প্রশাসক মুফিদুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মানবাধিকারকর্মী ও স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা।
বক্তারা বলেন, গুম, নিখোঁজ ও জোরপূর্বক গায়েব হওয়ার মতো ঘটনাগুলো শুধু ভুক্তভোগী পরিবারের জন্য নয়, বরং গোটা সমাজের জন্য গভীর মানবাধিকার লঙ্ঘন। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনা জরুরি।
প্রধান অতিথি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, “মানবাধিকারের মূল ভিত্তি হলো ন্যায়বিচার ও স্বচ্ছতা। গুমের শিকার পরিবারের আর্তনাদ আমাদের সকলের বিবেককে নাড়া দেয়। কমিশনের লক্ষ্য হলো প্রতিটি অভিযোগ নিরপেক্ষভাবে যাচাই করে সত্য উদঘাটন করা।”
অনুষ্ঠানের শেষ পর্বে গুম-নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও পরামর্শ কমিশনের কাছে উপস্থাপন করা হয়।