আব্দুল্লাহ আল মামুন যশোর
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আগামীকাল(১৫ আগস্ট) মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র অনুষ্ঠিতব্য দোয়া মাহফিল সফল করতে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের সাথে মতবিনিময় করেছে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বৃহঃবার ১৪ আগস্ট বেলা ১২টাই আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম।
মতবিনিময় সভায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিলের পাশাপাশি ১৫ই আগস্ট জুম্মার নামাজের পর মণিরামপুর উপজেলা ব্যাপি মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা বিএনপির মিডিয়া সেল।
উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেনের সাথে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই,সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর,উপজেলা বিএনপির নেতা আজিবার রহমান সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।