আব্দুল্লাহ আল মামুন যশোর
যশোর-সাতক্ষীরা মহাসড়কের চালকিডাংগা সিটিকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঔষধ কম্পানির কাভার্ড ভ্যানের চাপায় মোঃ হাসান আলী (৬৫) নামের এক ইঞ্জিন ভ্যানচালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।হাসান আলী উপজেলার হাজরাকাঠি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
প্রত্যাক্ষদর্শীদের তথ্যমতে,বৃহঃবার আনুমানিক সন্ধা ৭টা নাগাত অটো ভ্যান যোগে দুইজন অজ্ঞাতনামা যাত্রী নিয়ে যশোর হতে মণিরামপুরে আসার পথে চালকিডাংগা সিটিকে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে রাস্তার গর্তে অটো ভ্যানের সামনে চাকা আটকে গেলে উক্ত অটো ভ্যানের চালক সিটকে রাস্তায় পড়ে গেলে পিছন দিক থেকে আসা এরিস্টোফার্মা ঔষধ কোম্পানির কাভার্ডভ্যান দ্রুত গতিতে আসলে রাস্তার উপরে ছিটকে পড়ে যাওয়া অটো ভ্যানের চালক উক্ত কাভার্ড ভ্যানের তেলের টাংকির সহিত পেচিয়ে পিছনের চাকার সাথে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের সহ মৃত দেহের আইনী প্রক্রিয়া চলমান ছিলো এবং ঘাতক কাভার্ড ভ্যানটি থানা পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান খান।