1. towkir.skit@gmail.com : admin :
  2. towkir29@gmail.com : adminrafiq :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈরে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণে মৃত্যু, গ্রেফতার-২ তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফার উঠান বৈঠক অনুষ্ঠিত পোরশায় মলমপার্টির দুই নারী সদস্য সহ তিন জন আটক গাজীপুর উপজেলা কাপাসিয়ায় শনিবার হান্নান শাহ্’র স্মরণ সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি কুমিল্লা দাউদকান্দিতে আলামিন নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে সাংবাদিক হায়াতউদ্দীনকে হত্যার প্রতিবাদে পোরশায় মানববন্ধন ২নং গাজীপুর ইউনিয়নে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে বাগমারার বাসুপাড়ায় অধ্যাপক কামাল হোসেনের পক্ষে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ রূপগঞ্জে সড়কে প্রতিনিয়ত ঝড়ছে তাজা প্রাণ

ভিডাব্লিউবি কার্ডের জন্য ভোলাহাটে কানের সোনার দুল বন্ধক রেখেও মেলেনি কার্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৭ Time View

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরীব-অসহায় রিক্সা চালকের বউ জুলেখা বেগম ভিডাব্লিউবি’র (শিশু মাতা) কার্ডের জন্য কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা দিয়েও কার্ড  না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে যেনো দেখার কেউ নেই! অবশেষে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলো জুলেখা!

অভিযোগে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড খালেআলমপুর গ্রামের গরীব-অসহায় রিক্সাচালক আব্দুস সামাদের বউ জুলেখা গরীবিহালের সংসারে স্বামীর সামান্য আয়ের  মধ্যে জোড়াতালি দিয়ে অন্যের সাহায্য-সহানুভূতি নিয়ে তার সংসার চলে।

জুলেখা বেগম বলেন, পাড়া-পড়শীর মুখে শুনে ভিডাব্লিউভি’র ২ বৎসর মেয়াদে কার্ডের জন্য তার ওয়ার্ডের মেম্বার আব্দুর রাকিবের স্বরণাপন্ন হলে সাড়ে ৫ হাজার টাকা দাবী করে। গরীবের সংসারে টাকাপয়সা জোগাড় না থাকায় আমার কানের সোনা বন্ধক রেখে মেম্বারকে টাকা প্রদান করি।

জুলেখা আরো বলেন, ভিডাব্লিউবি (শিশু মাতা) কার্ড সরকারীভাবে বিতরণ শেষ হলেও আমাকে ডেকে মেম্বার আব্দুর রাকিব বলেন, আরো টাকা লাগবে! তা-না হলে তোমার কার্ড হবে না বলে আমাকে পাঠিয়ে দেন। আমি কার্ড না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছি। মেম্বার আমাকে কার্ড না দিলে টাকা ফেরৎ চাইলে আমার সাড়ে ৫ হাজার টাকাও দেয়নি। কোন উপায় না পেয়ে গত ১২ আগষ্ট ২০২৫ তারিখে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছি।

জুলেখা বেগম এ প্রতিবেদককে কান্নাজড়িত কণ্ঠে জানায়, গরীবের সংসার হামার, নুন আনতে পান্তা ফুড়ায় হামাঘেঁরে। হামি আব্দুর রাকিব মেম্বারের  ন্যায্য বিচার চাহি! আপনারা দশভাই হামার গরীব-অসহায় পরিবারের জন্য ভাল কিছু করলে আল্লাহ্ তোমাঘেঁরে ভাল করবে ভাই বলেই জুলেখা কেঁদে ফেলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে যথাযথভাবে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এ অভিযোগের বিষয়ে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার সচিবের কাছ থেকে শুনেছি।  আমার কাছে কোন অভিযোগ দেয়নি। তবে একজন গরীব-অসহায় রিক্সা চালকের বউয়ের কথা শুনে চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে আরো বলেন, এ ধরণের মেয়ের কার্ডটা করা প্রয়োজন ছিলো বলে তিনি জানান।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ আব্দুর রাকিব বলেন অভিযোগটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 somoyermullo
Developed By : Bongosoft.org