পিরোজপুর
ভাসমান পেয়ারা বাগান বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুর জেলার আটঘর কুড়িয়ান এলাকায় অবস্থিত। বর্ষাকালে এখানে খাল-নালায় পানির ওপর ভেলায় গাছ বসিয়ে পেয়ারা চাষ করা হয়, যা দেখতে খুবই মনোরম। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়টাই মূল মৌসুম। এই বাগান লাখো পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান, কারণ নৌকায় ঘুরে ঘুরে বাজার করা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে।