আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার বাজার সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মো. মোখলেছুর রহমানকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ২০২৫) রাতে উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ভালুকা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের ভালুকা উপজেলা শাখার সদস্য এবং রাংচাপড়া গ্রামের বাসিন্দা।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মোখলেছুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।