তানভীর ভুইয়া, বিজয়নগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন নিয়ে ষড়যন্ত্র ও বিজয়নগরের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টার বিরুদ্ধে বিজয়নগরবাসী আজ রাজপথে নেমে আসে।
ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ ও মানববন্ধনের মাধ্যমে তারা এ ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।
আজ সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর অংশে হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেয়।
‘বিজয়নগর সর্বদলীয় ঐক্য পরিষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন,
নির্বাচনী রোডম্যাপ আগের জায়গায় রাখতে হবে—এটাই বিজয়নগরের জনগণের দাবি। যদি দাবি না মানা হয়, তাহলে ১০ তারিখের পর বিজয়নগরের সড়ক ও রেলপথ বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে জীবন দিব তবুও অখণ্ড বিজয়নগর মেনে নিব না, এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই
তারা আরও স্লোগান দেয়,
দালালদের ঠিকানা বিজয়নগর হবে না, সদর না সরাইল—সদর-সদর, তোমার-আমার ঠিকানাএকটাই: বিজয়নগর- বিয়নগর!
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,বর্তমান আন্দোলন ছিল শান্তিপূর্ণ। তবে দাবি উপেক্ষিত হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
উল্লেখ, বিজয়নগরবাসী তাদের অস্তিত্ব, পরিচয় ও প্রশাসনিক মর্যাদা রক্ষায় আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছেন—
বিজয়নগর নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া হবে যেকোনো মূল্যে।
তারা পরিশেষে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।